বেনাপোল প্রতিনিধি:-
বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বকুল মাহবুবের বাড়িতে সশস্ত্র
ডাকাতির ঘটনায় ১৫ দিন অতিবাহিত হলেও আটক হয়নি কোন
ডাকাত , উদ্ধার হয়নি লুটকৃত কোন মালামাল। এ ঘটনায় গত ৪ মার্চ
বেনাপোল পোর্ট থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়,মামলা নং ৬।
বেনাপোল পোর্ট থানা পুলিশ, ডিবি ও যশোররে পিবি আই ঘটনাস্থল
পরিদর্শন করলে ও এ মামলার দৃশ্যমান কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।
বেনাপোল বন্দররে অভিজাত এলাকায় প্রধান সড়কে অবস্থিত একটি
বাড়িতে ২ ঘটা ব্যাপি সংঘবদ্ধ ১০/১৫ জনের সশস্ত্র ডাকাতি
সংঘটিত হওয়ায় গোটা বেনাপোল জুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি
হয়েছে ।
সর্বশেষ বেনাপোল পোর্ট থানায় ডাকাতি মামলা রকর্ড হয় ২০০৭
সালের ১৭ ফের্রুয়ারী। দীর্ঘ ১১ বছর পর চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায়
গোটা বেনাপোল জুড়ে চলছে আতংক। পথচারী এবং নৈশ প্রহরীরা
জানান, সাদা রং এর একটি ট্যাক্সি এই পথে একাধিকবার যাতায়াত
করেছে যা স্থানীয় একটি ব্যাংকের ভিডিও ফুটেজ ও দেখা গেছে ।
সাংবাদিক এবং বিশিস্ট সিএন্ডএফ ব্যবসায়ী বকুল মাহবুবের বাড়িতে
ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বেনাপোল প্রেসক্লাব,
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, বেনাপোল
ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল বাজার কমিটি সহ বিভিন্ন
পেশাজীবি সংগঠন এ ঘটনার তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানিয়েছেন।
এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডাকাতির ঘটনার সাথে
জড়িতদের আটক ও লুটকৃত মালামাল উদ্ধারের দাবি জানালেও দীর্ঘ ১৫
দিনে আটক হয়নি ডাকাত উদ্ধার হয়নি মালামাল
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ডাকাতির
বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। আশা করি অচিরেই ডাকাতদের আটক
করা সম্ভব হবে।