টি.আই সানি,গাজীপুর ঃ
শ্রীপুরে অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কলেজ
পড়–য়া এক ছাত্রী। অপহরনের হাত থেকে বেঁচে গেলো
গয়েসপুর কলেজের এক ছাত্রী। ২৫মার্চ রোববার সকাল সাড়ে
৭টার দিকে উপজেলার বেলদিয়া গ্রামে ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীপুর বেলদিয়া গ্রামের সিরাজুল হকের কন্যা
হুমায়রা হক মুনা কাওরাইদ গয়েশপুর কলেজের ২য় বর্ষে লেখাপড়া
করে। রোববার সকালে বাড়ী থেকে কলেজে যাওয়ার পথে রাস্তায়
বেরিগেট সৃষ্টি করে ৪ জন লোক জোর করে সি এনজি যোগে
উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামের সাহাব
উদ্দিনের বাড়িতে নিয়ে আটকে রাখেন।
ওই ছাত্রী এদের মধ্যে তিন জনকে চিনতে পেরেছে অপহরনকারীরা
হলেন,শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের
আবুল হাসেম মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৫), উজ্জলের বন্ধু রায়হান
মিয়া ও একই উপজেলার পশ্চিম সোনাব গ্রামের আরেক বন্ধু
সাহব উদ্দিনের ভাগিনা রিফাত মিয়া (১৯) ।
ছাত্রীর মা জাহানারা বেগম জানান, বেলদিয়া গ্রামের
হাসেমের পুত্র উজ্জল (২৫) অনেক আগে থেকেই উজ্জল আমার
মেয়েকে নানান ভাবে পথে ঘাটে বিরক্ত করে
আসছিলো,এবিষয়ে উজ্জলে পরিবারকে জানানো হলে উজ্জল ক্ষিপ্ত
হয়ে ২৫ মার্চ সকালে চার জন লোক নিয়ে গিয়ে একটি
সিএনজি যোগে পথ থেকে আমার মেয়েকে মুখ চেপে ধরে
জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে ইউনিয়নের চৌধরী ঘাট
পশ্চিম সোনাব এলাকার সাহাব উদ্দিনের বাড়ি নিয়ে আসে।
স্থানীয় লোকজনের আনাগোনা দেখে ছাত্রী চিৎকার করে, ছাত্রীর
ডাক চিৎকারে পাশের বাড়ির এক মহিলা রাসিদা বেগম গিয়ে
ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরে ওই অপহরনকারীরা দৌড়ে পালিয়ে
যায়।
এবিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর ও শ্রীপুর থানায়
লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।