এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের যোগ্যতা অর্জনকারী গর্বিত বাগেরহাট বাসী নানা কর্মসূচির মাধ্যমে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।
বাগেরহাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। সোমবার সকালে শহরের দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসকাব, জাতীয় সাংবাদিক সংস্থা, সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবসে আজ দুপুর ২টা থেকে বিকাল পযর্ন্ত বাগেরহাটের মোংলার দিগরাজে নৌবাহিনীর বিএনএস মোংলা নৌঘাটির বার্থে যুদ্ধজাহাজ সাঙ্গুও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর সিজি বেইজ মোংলার দিগরাজের বিদ্যারবাহন বার্থে কোস্টগার্ডের অপর একটি জাহাজ সিজিএস মনসুর আলী সকল দশনার্থীদের পরিদর্শনের জন্য উম্মুক্ত করে থাকছে।
বাগেরহাটে এদিকে সকাল ৮ টায় শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানিক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়। এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা, মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।
বাগেরহাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। সোমবার সকালে শহরের দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসকাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবসে আজ দুপুর ২টা থেকে বিকাল পযর্ন্ত বাগেরহাটের মোংলার দিগরাজে নৌবাহিনীর বিএনএস মোংলা নৌঘাটির বার্থে যুদ্ধজাহাজ সাঙ্গুও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর সিজি বেইজ মোংলার দিগরাজের বিদ্যারবাহন বার্থে কোস্টগার্ডের অপর একটি জাহাজ সিজিএস মনসুর আলী সকল দশনার্থীদের পরিদর্শনের জন্য উম্মুক্ত করে থাকছে।
বাগেরহাটে এদিকে সকাল ৮ টায় শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানিক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়। এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা, মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।
মোরেলগঞ্জে ৩১বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ সোমবার প্রত্যুষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর সূচনা করেন।
সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ওসি(তদন্ত) আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, শাহআলম হাওলাদার, চেয়ারম্যান মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী, উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা অনুপম রায়, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান, প্রেসকাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাংবাদিক এইচএম মইনুল ইসলাম, এম.পলাশ শরীফ, কুদ্দুস খান, আলী হায়দার, রমিজ উদ্দিন, কাওসার হোসাইন প্রমুখ এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
শরণখোলায় দিবসটি উপলক্ষে দিনভর কর্মসূচীর মধ্যে আরো রয়েছে বেলা ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মহিলা ও শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। এদিন সকাল ৭টায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সকাল ৯টায় রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, ইউএনও লিংকন বিশ্বাস, ওসি মো. কবিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।