মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর (গুরুদেব মাস্টাপাড়া) এলাকায় মশা তারানোর কয়েলের আগুনে ৩১ টি বাড়ি ভস্মীভূত হয়েছে।
রবিবার গভীর রাতে ঐ এলাকায় রবীণের গরু ঘরে মশা তারানোর কয়েলে আগুনে শূত্রপাত হয়।
এতে তহরু, প্রদীপ, লিটন , রবীণ মংলাসহ ৩১ টি বাড়ীর ২ টি গরু, ৩০ টি ছাগল, শতাধিক হাস, মুরগী, পাওয়ার টিলার, সাইসাইকেল, সেলোমেশিন, সেলাইমেশিন, আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে ছায় হয়ে যায়।
ঘঁটনা স্থল পরির্দশন করেন সদর উপজেলা চেয়ারম্যান তেইমুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।
চেয়ারম্যান নুরুল ইসলাস লুঙ্গি শাড়ী ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম ত্রাণ বিতরণ করেছেন।
বর্তমানে পরিবারের শতাধিক মানুষ খোলা আকাশের নীচে মানবেতর দিন পার করছে।