হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে
সংঘর্ষে শামসুল(৫০) নামে একজন মারা গেছে। এ সময়
তার স্ত্রী, ছেলে ও তার ভাই গুরতর আহত হয়েছে। আহতদের
উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরন করা
হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার
সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামে এ ঘটনাটি
ঘটেছে।
নিহত শামসুল হক উপজেলার সানিয়াজান
ইউনিয়নের মৃত অনর উদ্দিনের পুত্র। আর আহতরা হলেন,
নিহত শামসুলের স্ত্রী নাজমা বেগম(৩৫), ছেলে
নাজমুল(২২), ও ভাই বাবুল(৩৮)।
ওই এলাকার সফিয়ার জানান, ৭/৮ শতক জমি নিয়ে
শামসুল ও মোস্তাফিজার গংয়ের বিরোধ চলে আসছিলো।
এমন অবস্থায় ৩/৪ দিন আগে স্থানীয় ভাবে এটানিয়ে
মিমাংসা করা হয়েছে। সেই কারণে আজ বৃহস্পতিবার
শামসুলের ছেলে নাজমুল জমিতে সীমানা পিলার বসাতে
গেলে সেখানে মোস্তাফিজার গংরা হামলা চালায়। এ সময়
নাজমুলকে বাঁচাতে তার পরিবার এগিয়ে গেলে।
মোস্তাফিজার গংদের হামলা শামসুল, তার ছেলে, স্ত্রী ও ভাই
গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার
কওে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সানিয়াজান ইউনিয়নের ১নং ওয়ার্ড
সদস্য রওশন মোস্তাফিজার জানান, কয়েক দিন আগে এ
নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছিলো। তবে শুনলাম
আজ মারামারি হয়েছে। আমি বাইরে থাকায় এখনো
পুরোপুরি ঘটনা জানতে পাইনি।
এ বিষয়ে সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল
গফুর জানান, বিষয়টি আমার জানা নেই।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক মেডিকেল অফিসার নাঈম হাসান নয়ন
জানান, হাসপাতালে ৪ জন রোগী এসেছে তার মধ্যে
শামসুল নামে একজন হাসপাতালে আসার আগে
পথিমধ্যে মারা গেছে। আর অপর ৩ জনকে প্রাথমিক
চিকিৎসা শেষে উন্নত চিকিৎসারর জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার
মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায়
জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।