গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত
হয়েছেন ০৪ জন । মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশ ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন,উপজেলার নিজমাওনা গ্রামের মৃত মোবারক
হোসেনের ছেলে আহ্ধসঢ়;সান আলী (৫৫), আরফান আলীর পুত্র
সারোয়ার (২৯),ও তার পিতা আরফান আলীর (৫০), উপজেলার কপাটিয়া
পাড়া এলাকার মৃত ইনসান আলীর পুত্র তোফাজ্জল (৪৫)।
উপজেলা গাজীপুর ইউনিয়নে নিজ মাওনা বিএনপি বাজার
এলাকায় ৩০মার্চ শুক্রবার সন্ধায় বিরোধকৃত জমি দখল নিয়ে দুই
গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায় ডা: ইকবাল একই এলাকার আহসান
আলীগংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। দুই
পক্ষ জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ০৭ জন আহত
হয়েছে। আহতদের মাওনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে।
সংঘর্ষ চলাকালে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই)
মোস্তাফিজুর রহমান ও আশরাফুল ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে
আহসান আলীগংদের মহিলা সহ ৫ জনকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন-সারোয়ার (২৯), মফিজ উদ্দিন (৩৮),
দেলোয়ার হোসেন (৪০) আকলিমা (৩৫), আলেহা (৩২)। মামলার
তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ডা. ইকবালের
কেয়ারটেকার তাইজ উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় মমালা দায়ের
করেন। গ্রেফতারকৃতদের মারামারি ঘটনা মামলায় আদালতে প্রেরন
করা হয়েছে।