নিজস্ব প্রতিবেদক, হেলাল শেখঃ ঢাকার সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় বেকারী, মিষ্টির কারখানা, হোটেল, দোকানপাটে অবাধে বিক্রি করা হচ্ছে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য। রবিবার ০১/০৪/২০১৮ইং সাভার বাজার, থানা রোড ও আশুলিয়ার নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, জিরানী বাজার, ভাদাইল বাজার, পুরাতন আশুলিয়া, জিরাবো বাজার, কাঠগড়া বাজার, নসিংহপুর, নিচিন্তাপুর, বেরুন জামগড়াসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন খাদ্যপণ্য নকল, ভেজাল ও নিম্নমানের হওয়ায় খরিদদারদের ঠকিয়ে লাখ লাখ টাকার মালিক বনে গেছে অনেকেই। এ বিষয়ে জানতে চাইলে সাভারের নয়ন (৩০) নামের একজন বলেন, আমি ২ কেজি মিষ্টি ক্রয় করেছি, ৫০০০/টাকা দিয়ে, সেখানে বক্সটির ওজনই ২৪৬ গ্রাম। অন্য একজন ফরিদ মিয়া বলেন, মাছ, মাংস ও অন্য আরও অনেক খাদ্যপণ্য ওজনে কম দিয়ে বিক্রি করছে অনেক ব্যবসায়ীরা, এ যেন দেখার কেউ নেই। অন্যদিকে আশুলিয়ার বাগবাড়ির নাজমুল, হোসেন বলেন, হাট-বাজারে দোকানসহ যে কোনো হোটেল, বা বেকারীতে পঁচা ডিম দিয়ে কেক, বিস্কুট তৈরি করে বিক্রি করা হচ্ছে। এসব ভেজাল ও নিম্নমানের নকল খাদ্য খাওয়ার পর অনেক মানুষের বিভিন্ন ধরণের রোগ হচ্ছে বলে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।