হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাবাকে কুকুর আক্রমন করায় কুকুরের মালিক অমলেন্দু বর্মন রতন(৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে প্রতিশোধ নিলেন ছেলে। এতে ওই শিক্ষকের একটি পা ভেঙ্গে যায়।
মারধরের শ্বীকার ওই শিক্ষক বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এর আগে সোমবার সকালে উপজেলার মহিষাশ্বহর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার আদিতমারী হাসপাতালে নিলে অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানকার চিকিৎসকরা দুপুরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরন করেন।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন রতন উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মৃত কল্পনাথের ছেলে। তিনি মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক ছিলেন।
অভিযুক্ত যুবক উপজেলার একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফরহাদ হোসেন(২৫)।
জানা গেছে, ওই স্কুল শিক্ষকের বাড়ির একটি পোষা কুকুর প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমন করে। মান্নানের ছেলে ফরহাদ হোসেন বিষয়টি জানতে পেরে ধান ক্ষেতে কাজে থাকা ওই স্কুল শিক্ষককের উপর অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এতে ওই শিক্ষকের পা ভেঙ্গে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে নেন। পরে আশংকা জনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন জানান, আমি ধান ক্ষেতে কাজজ করছিলাম। এমন সময় কোন কিছুই বুঝে ওঠার আগেই ফরহাদ লাঠি দিয়ে আমাকে মারপিট শুরু করে। কিছুটা সুস্থ্য হলে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়া তাসনিম মুনমুন জানান, ওই শিক্ষকের পায়ের হাড়ে চিঁড় ধরেছে। চিকিৎসা চলছে সুস্থ্য হতে বেশ কিছু দিন সময় লাগবে।
এ বিষয়ে জানতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায়ের মোবাইলে কয়েকবার কল দিলে নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।