হেলাল শেখ,সাভার :- ঢাকার নিবটবর্তী সাভার উপজেলার আশুলিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাভার ও আশুলিয়া অঞ্চলে দুর্নীতি বিরোধী নানান কার্যক্রম পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ২ এপ্রিল ২০১৮ ইং সোমবার বিকাল ৩ টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর (পল্লীবিদ্যুৎ) বাসষ্ট্যান্ডে দুর্নীতি বিরোধী মানববন্ধন, ও পথসভা এবং গণসংগীতের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ–২০১৮ উদযাপন করা হয়। উক্ত মানববন্ধন ও পথসভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নাসিম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয় ঢাকা-১ এ উপ-পরিচালক জনাব মোঃ ইব্রাহিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ কবীর, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আলহাজ শওকত আলী মাহমুদ, সহ-সভাপতি ও গণি জেনারেল হস্পিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিন আহ্ম্মেদ, সাধারন সম্পাদক মোঃ সালাহ্উদ্দিন খান নঈম, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় (সময় টিভি) সহ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন মোঃ রেফাত উল্লাহ্, লায়ন ডা.আসাদউল্লাহ্ আহ্ম্মেদ, বিশিষ্ট সমাজসেবক লায়ন মোঃ আসলামুল আলম (ফিরোজ)সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি ঢাকা বিভাগীয় পরিচালক জনাব নাসিম আনোয়ার বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দৃঢ় করে সোনার বাংলা গড়তে এবং জাতির মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াতে হবে। দুর্নীতি দমন কমিশন সেই লক্ষে তরুন প্রজন্মসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দুর্নীতি দমন ও প্রতিরোধে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আপনারা দুর্নীতি দমন কমিশনকে আপনাদের নিজের কমিশন ভাবুন, দেশের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করুন এবং সহযোগিতা নিন, তাহলে প্রশ্নপত্র ফাঁস, কোচিং বানিজ্যের মত অনৈতিক কাজ বন্ধ করতে দুর্নীতি দমন কমিশন দৃশ্যমান ভুমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত দুর্নীতির অপরাধের বিষয়ে যেমন-ঘুষ, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, সরকারি সম্পদ ও অর্থ আত্নসাৎ সংক্রান্ত সত্য ও বস্তনিষ্ঠ অভিযোগ সম্পর্কে জানাতে দুদক অভিযোগ কেন্দ্রের টোল ফ্রি কল সেন্টার ১০৬ হট লাইন নম্বরে কল করুন। উক্ত মানববন্ধন ও পথসভায় অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ( ক্যামব্রিয়ান পাবলিক স্কুল, গাজীরচট এ.এম উচ্চ বিদ্যালয়, আলহাজ জাফর বেপারী স্কুল, হাজী আঃ রশিদ উচ্চ বিদ্যালয়, টাংগাইল রেসিডেন্সিয়াল স্কুলসহ অন্যান্য ) শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ দুর্নীতির প্রতি ঘৃনা প্রকাশ করেন।