নিজস্ব প্রতিবেদক, হেলাল শেখঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ছয়তালা ও বাংলা বাজার এলাকায় তিতাস গ্যাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে রবিবার ও সোমবার দুই দিনে প্রায় ২৫ কিলোমিটার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু করা হয়, এ অভিযান সন্ধায় সমাপ্ত করা হয়, এসময়ে ৬টি সোস লাইনসহ প্রায় ১৫ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে রূপায়ন স্বপ্ননিবাস এর ভিতরে একটি বিলাসবহুল বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ওই বাড়িতে সিসিটিভি দেখা গেলে, লোকজন বলছিলো, চোরের বাড়ি সিসি ক্যামেরা! হায়রে দুনিয়া… ওই বাড়ির গাড এর কাছে জানতে চাইলে তার বাড়ির মালিকের নাম বলেননি।
০৯/০৪/২০১৮ইং সোমবার সকাল ১০টা থেকে আবার আশুলিয়ার বাংলা ববাজার এলাকায় অভিযান পরিচালনা করেন তিতাসগ্যাস কোম্পানি।
সোমবার সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়াড এর বাংলা বাজার এলাকার (বাঁস বাজার) সংলগ্নে অভিযান চালানো হয়, সেখানে ২টি সোস লাইনের সন্ধান পাওয়া যায়,
এ এলাকায় দুপুর আড়াই টা পযন্ত প্রায় ১০ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন, সাভার তিতাসগ্যাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান, উপ: ব্যাবস্থাপক হাজী আব্দুর রহিম, মোঃ হাসান, মোঃ আনিছুজ্জামান, মোঃ মান্নান, ট্রেকনিশিয়াল মোঃ হাবিবুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন এবং এস আই রাকিবুল ইসলাম, এ এস আই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম কাজ করেন এই অভিযানে।
এ বিষয়ে সাভার জোন তিতাস কোম্পানির ব্যাবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান জানান, তিতাস কোম্পানির সংযোগ যারা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে,গ্যাস এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান। এ রিপোর্ট লেখা পযন্ত অভিযান চলছিলো…