হেলাল শেখ , আশুলিয়া ঢাকা ঃ
ঢাকার আশুলিয়া থানার জামগড়ার শিমুলতলায় সড়ক দূর্ঘটনায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
অপর এক সড়ক দূর্ঘটনায় শিমুলতলায় একই স্থানে একজন কিশোরসহ আহত হয়েছেন ৩ জন,
আহতের ঘটনা নিশ্চিত করেছেন মোহনা পরিবহনের রোড ইনচার্জ শাহিন আলম। এ আহতের
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
জানা গেছে, ১২/০৪/২০১৮ইং বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আশুলিয়া থানার জামগড়ার
শিমুলতলা রোড এর ফুটপাতে তরমুজ ফল বিক্রি করার সময় কালাম (৩৫) কে, একটি কাভারভ্যান চাপা
দিয়ে পালিয়ে যায়,পথচারীরা ও স্থানীয় লোকজন কালামকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে
ভর্তি করেন, এরপর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময়ে নিহতের শিশু
ছেলে ও তার স্ত্রীর আহাজারি কান্না দেখে উপস্থিত লোকজনের চোখেও পানি দেখা যাচ্ছিল, শিশু
ছেলেটি আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করছিলো, বলছিলো আব্বুর মাথা ফেঁটে রক্ত
পড়ে, আমার আব্বুর কি হয়েছে? কথা বলে না কেন?
জানা গেছে, নিহত কালামের গ্রামের বাড়ি পিরোজপুর, তারা সহপরিবার জামগড়া বটতলা এলাকায়
বুড়ির বাড়ি নামক একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো।
এ ব্যাপারে স্থানীয় নারী ও শিশু হাসপাতালের ডাক্তার মোঃ আসিফ সাত্তার জানান, কালামের মাথা ও
বুকে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, হাসপাতালে পুলিশ
ফোর্স পাঠানো হয়েছে লাশ উদ্ধার করার জন্য, পরে পুলিশ কালামের লাশ উদ্ধার করে থানা নিয়ে গেছে
বলে পুলিশ জানায়। এ ব্যাপারে জামগড়ার ট্রাফিক বক্স এর ইনচার্জ পুলিশের (টিআই) সেকেন্দার
বলেন, আমি বাসায় এসেছি, এ বিষয়ে আমি জানিনা। জামগড়ায় ডিউটি একজন অফিসার
আছেন, তার কাছ থেকে জেনে নিন সড়ক দূর্ঘটনার বিষয়টি।