হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি ঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি
বলেছেন, সন্তানদের ভবিৎষত জীবন আলোকিত করতে বাবা-
মায়ের ভুমিকা অপরিসীম। সন্তানরা কখন কোথায় কি
করছে সেগুলোর খোঁজ খবর নিতে হবে বাবা-মাকেই। আর
সন্তান যেন বিপদ গামী বা মাদকাসক্ত না হয় সে জন্য
লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদেরকে
মনোযোগী করে তুলতে হবে।
রবিবার সন্ধ্যার আগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা
উপজেলায় গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী হাটখোলা
মাট প্রাঙ্গনে মধ্য গড্ডিমারী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও ১৪২৫ বাংলা
নববর্ষের বর্ষবরণ উপলক্ষে ২ দিন ব্যাপী বৈশাখী মেলার
সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্র-
ছাত্রীদের জন্য খাবার, বিনামূল্যে বই, পর্যাপ্ত শিক্ষকসহ
অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। তাহলে আপনাদের
সন্তানরা কেন ভালো ভাবে লেখা পড়া করে ভালো ফলাফল করতে
পারবে না?
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আতিয়ার
রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হাতীবান্ধা
থানার ওসি ওমর ফারুক, উপজেলা আ্#৩৯;লীগের সাংগঠনিক
সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, কৃষক লীগের সভাপতি
আলাউদ্দিন মিয়া, গড্ডিমারী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান খাদেমুল বসুনিয়া মোস্তফা, জালাল উদ্দিন
বুলু, আফজাল হোসেন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মোঃ খোকন ও গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ
সভাপতি মাসুম প্রমূখ।