নেত্রকোনা: নেত্রকোনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফর ও জেলা প্রশাসন যৌথভাবে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করেছে।
বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান।
এবারের প্রতিপাদ্য বিষয় “জীবীকার জন্য গাছ, জীবনের জন্য গাছ”।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে এর আগে দুপুর সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল জানান, জেলা ও উপজেলার বিভিন্ন নার্সারির মালিকরা স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছেন।