মহিউদ্দীন আহমেদ, কলকাতা।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শান্তিনিকেতনে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার। আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। বিশ্বভারতীতে এসে তিনি সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্ভোধন করবেন বলে বিশ্বভারতী সূত্রে জানা গেছে। এদিকে বাংলাদেশ ভবনের কাজের হাল হকিকৎ দেখতে মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারের ১২ জনের এক প্রতিনিধিদল বিশ্বভারতীতে এসেছেন। উল্লেখ্য, ভারতের এই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্ক বেশ ভালো। বেশ কয়েকবছর আগে সেখ হাসিনাকেও বিশ্বভারতী তাদের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম দিয়েছিলো।
মে মাসের সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে এলে সমাবর্তন অনুষ্ঠান বেশ মর্যাদা পাবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। কেননা, ঐ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিশ্বভারতীর আচার্য হিসেবে উপস্হিত থাকবেন।