মিষ্টার আলী মিলন,ব ̧ড়া জেলা প্রতিনিধিঃ ব ̧ড়ার শাজাহানপুরে বালু ভর্তি
টধাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক ̄‹ুল শিক্ষক নিহত হয়েছেন। পুলিশ
জানায়, নিহত শহিদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাসিমপুর
সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি ব ̧ড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী
কেএম উচ্চ বিদ ̈ালয়ের সহকারী শিক্ষক। বাগবাড়ি কেএম উচ্চ বিদ ̈ালয়ের প্রধান
শিক্ষক আমজাদ হোসেন জানান, নিহত শিক্ষক শহিদুল ইসলাম ৬ বছর আগে
বিদ ̈ালয়ে যোগদান করেন। চার মাস আগে শাজাহানপুর উপজেলার জাহা১⁄২ীরাবাদ
ফুলতলা এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বুধবার সকাল ৯ টার
দিকে ওই শিক্ষক মটর সাইকেলযোগে বিদ ̈ালয়ে আসার পথে শাজাহানপুরের মাদলা
চাঁচাইতারা বধীজ এলাকায় পৌছলে এসময় বালু ভর্তি একটি টধাক তাকে চাপা
দেয়। এতে তিনি ঘটনা ̄’লেই নিহত হন। এ প্রস১ে⁄২ শাজাহানপুর থানার সেকেন্ড
অফিসার এসআই কালা চাঁন জানান, ঘটনা ̄’ল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে
ময়না তদন্ত শেষে ̄^জনদের কাছে লাশ হসান্তর করা হয়েছে।