শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
স্বেচ্ছায় রক্তদানে অসহায় রোগীদের পাশে দাঁড়ান,মানবতার বার্ষিক সেবাই আমাদের মূল লক্ষ্য এই
স্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলার ণবং সমাজ কল্যাণে ফাউন্ডেশন একমাত্র রক্তদাতা সংগঠনের
উদ্যোগে ‘বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়’ র্কমসূচী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল
সেন্টারের সহযোগীতায় রোববার সকাল ১১টার দিকে আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের মাঠে এ
র্কমসূচীর উদ্ধোধন করা হয়।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ণবং সমাজ কল্যাণে ফাউন্ডেশন উদ্যোগে ২২ এপ্রিল রোববার সকাল ১০টা
থেকে বিকাল ৪টা র্পযন্ত ‘বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়’ র্কমসূচী পালিত হয়েছে।
অনুষ্ঠানে ণবং সমাজ কল্যাণে ফাউন্ডেশনের আহব্বায়ক মাহাবুব আলমের সভাপতিত্বে গ্রুপ নির্ণয়
কর্মসূচি উদ্ধোধন করেন। ণবং সমাজ কল্যাণে ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম,বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আউয়াল বেপারী,আতাউর রহমান খোকন সরকার । অন্যান্যদের
মাঝে আরও উপস্থিত ছিলেন ণবং সমাজ কল্যাণে ফাউন্ডেশনের যুগ্ম আহব্বায়ক রিন্টু আহম্মেদ,শরিফ
শাহীন,অলি-উল্লাহ্ধসঢ়; খান প্রমুখ।
আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম তার বক্তব্যে বলনে, ‘যে কোন সময় মানুষরে রক্তের
প্রয়োজন হতে পারে। এ জন্য সবারই রক্তের গ্রুপ জানা জরুরী।’ এ সময় ‘ ণবং সমাজ কল্যাণে
ফাউন্ডেশনের সদস্য ও আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।