মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি
ডাকযোগে স্বামীর পাঠনো তালাকনামা হাতে পেয়ে মঙ্গলবার সন্ধায় গলায়
দড়ি দিয়ে আত্মহত্যা করেছে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের
আব্দুল আলীর মেয়ে নিপা বেগম (২৫)। জানাগেছে, পারিবারিক কলোহের জের
ধরে ২০/২২ দিন আগে নিপা বাবার বাড়িতে চলে আসে। এ সময়ের মধ্যে তার
স্বামী আলিপ বিশ্বাস তাকে তালাক দিয়ে ডাকযোগে তালাকের কাগজ
নিপার বাবার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়। মঙ্গলবার বিকেলে ওয়ালিয়া
ডাকঘরের পিয়ন নিপার বাড়িতে তালকনামা পৌঁছে দিলে সন্ধায় ঘরের
ডাবের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। নিহত নিপার স্বামী
আলিপ বিশ্বাস উপজেলার চাঁদপুর গ্রামের কামাল বিশ্বাসের ছেলে।
এঘটনায় বুধবার লালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।