বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

গাজীপুরশাহীন মাওনা শাখার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫১১ বার পড়া হয়েছে

টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে গাজীপুরশাহীন মাওনা শাখার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত
টাকা আদায় ও অভিভাবকদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন
একাডেমির অভিভাবকরা।
অভিভাবকদের পক্ষে মো. মোশারফ সরকার গতকাল ২৪ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর
লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রে বলা হয়, গাজীপুরশাহীন মাওনা শাখা বিভিন্ন কৌশলে অভিভাবকদের সাথে
প্রতারণা করে ছাত্রছাত্রী ভর্তি করিয়ে আসছে। এভাবে তারা এ পর্যস্ত প্রায় ১৮শ শিক্ষার্থী
ভর্তি করিয়েছে। এতো বড় একটি প্রতিষ্ঠান অথচ নেই কোনো নিয়মনীতি। এলাকার সহজ-
সরল ও স্বল্প শিক্ষিত অভিভাবকদের কাছ থেকে কৌশলে আদায় করছে বাড়তি চাঁদা। ক্লাস পার্টির
নামে প্রত্যেক মাসেই নেওয়া হচ্ছে চারশত টাকা। সেশন ফি ৪-৭ হাজার,বাৎসরিক ভর্তি ফি ২৫
শ থেকে ৪ হাজার, পরীক্ষার ফি ৪-৭ শ টাকা,মাসিক বেতন ৮শ থেকে ৩৫ শ টাকা। এছাড়াও
সাপ্তাহিক পরীক্ষার নামেও অভিভাবকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
অভিযোগকারী তার অভিযোগে আরো বলেন, স্কুলে ভালো মানের কোনো শিক্ষক নেই। দেশের
প্রত্যন্ত অঞ্চল থেকে অদক্ষ ও অযোগ্য কিছু শিক্ষক খুব সামান্য টাকায় নিয়োগ দিয়ে স্কুলের
পাঠদান চালাচ্ছে । এ সমস্ত শিক্ষকদের নেই কোনো নিয়োগ পত্র। কিছুদিন পর পর পরিবর্তন করা
হচ্ছে শিক্ষক। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদানে দিনদিন অমনোযোগী হয়ে উঠছে।
অন্যদিকে নাবালক ড্রাইভার দ্বারা ফিটনেসবিহীন নি¤œমানের গাড়ি দিয়ে জোর করে আদায়
করা হচ্ছে ট্রান্সপোর্ট ফি। প্রতি শ্রেণী কক্ষে ১০/১২ জন শিক্ষার্থীর কথা থাকলেও বর্তমানে
রয়েছে ৩০/৩৫জন। নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা, ছাত্রীদের জন্য নেই কমন রুম। পয়:নিষ্কাশন
ব্যবস্থাও অপরিচ্ছন্ন ও জরাজীর্ণ।
অভিভাবকদের পক্ষে মো. মোশারফ সরকার আজকের বাংলা খবরকে জানান, সন্তানদের মানুষ করার জন্য
নিজেদের কষ্টার্জিত টাকা গাজীপুরশাহীন মাওনা শাখা/ গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি
মাওনা শাখার কর্তৃপক্ষকে দেই কিন্তু আমাদের সন্তাদের কোনো উন্নতি দেখি না। নানা সময়ে
নানা অজুহাতে টাকা দিতে বাদ্য করছে আমাদেরকে। তিনি আরো জানান, কয়েকদিন আগে
একবার ২০জন শিক্ষার্থীকে একসাথে রুমে আটকিয়ে বেধড়ক পিটুনি দিয়েছিলো এই
স্কুলের একজন শিক্ষক কিন্তু আমরা এর সঠিক বিচার পাইনি।
গাজীপুরশাহীন মাওনা শাখার পরিচালক আনিছুর রহমান জানান, অভিযোগ পত্র আমরা হাতে
পাইনি এ বিষয়ে কিছু বলতে পারবো না।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান,বিধি মোতাবেক যথাযথ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর
জানান,বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো, সংশ্লিষ্ট মহলকে নির্দেশনা দিবো তদন্ত সাপেক্ষে
কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451