মহিউদ্দীন আহমেদ, কলকাতা।
স্কুল চলাকালীন অজানা গ্যাসে অসুস্থ প্রায় ১৫ জন ছাত্র ছাত্রী। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর এর বিবেকানন্দ শিহ্মা নিকেতনে। পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের বিবেকানন্দ শিহ্মা নিকেতনে আজ স্কুলের সিঁড়ি থেকেই কয়েকজন ছাত্রছাত্রী এক ঝাঁঝালো গ্যাস পাচ্ছে বলে দাবী করে। প্রথমে স্কুলের শিক্ষকরা বিষয়টিকে গুরুত্ত না দিলেও দুপুর নাগাদ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে টনক নড়ে স্কুলের। ৮-৯ জন অসুস্থ ছাত্র ছাত্রীকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৬ জন ভর্তি রয়েছে। এরা প্রত্যেকেই অষ্টম শ্রেনীর ছাত্র ছাত্রী। স্কুল কর্তৃপহ্মের বক্তব্য প্রায় ১৫ জন মতো কম বেশি অসুস্থ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্কুলে। ঘটনাস্থলে পৌছেছে মেডিকেল টিম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।