মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

সাভার প্রেস ক্লাব নির্বাচনে নাজমুস সাকিব সভাপতি গোবিন্দ আচার্য্য সম্পাদক নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৪০৮ বার পড়া হয়েছে
ফরহাদ হোসেন ,  স্টাফ রিপোর্টার ঃ- ঢাকার সাভার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৮-২০) সভাপতি পদে দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব এবং দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে সাভার প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলীনুর রহমান খান সাজু এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠ ও আনন্দমুখর পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে সাভার প্রেস ক্লাবের ৪৮ জন সদস্যের মধ্যে ৪৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন সদস্য আমেরিকায় অবস্থান করায় তিনি ভোটে অংশ নিতে পারেননি। এবারে সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৪ জন সদস্য মনোনয়নপ্রত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই শেষে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেছেন নাজমুস সাকিব, জাভেদ মোস্তফা ও আজিম উদ্দিন। এদের মধ্যে নাজমুস সাকিব সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আজিম উদ্দিন পেয়েছেন ০৯ ভোট এবং সাবেক সভাপতি জাভেদ মোস্তফা পেয়েছেন ০৭ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আরিফুর রহমান, সৌমিত্র মানব ও আসাদুজ্জামান নিয়ামত। এর মধ্যে আরিফুর রহমান সর্বোচ্চ ৩৫ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সৌমিত্র মানব ২৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আসাদুজ্জামান নিয়ামত পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রথমে ৪ জন প্রতিদ্বন্দিতা করলেও পরবর্তীতে নাজমুল হুদা ও গোলাম পারভেজ মুন্না তাদের প্রার্থীতা প্রত্যাহার করে গোবিন্দ আচার্য্যকে সমর্থন দেন। নির্বাচনে গোবিন্দ আচার্য্য সর্বোচ্চ ৩৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মিঠুন সরকার পেয়েছেন ০৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় পার্থ চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রওশন আলী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুপোকুর রহমান পেয়েছেন ২২ ভোট। অর্থ-সম্পাদক পদে তৌকির আহমেদ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চন্দন কুমরার রায় পেয়েছেন ১৭ ভোট। পাঠাগার সম্পাদক পদে আমান উল্লাহ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শাহীন আলম পেয়েছেন ২৩ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে এসএম সবুজ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সঞ্জীব সাহা পেয়েছেন ১৮ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে এস এ দুলাল ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি তোফায়েল হোসেন তোফা সানি পেয়েছেন ১৯ ভোট। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় ৩ জন প্রার্থী সদস্য নির্বাচিত হন। ক্রম অনুসারনের জন্য তাদের মধ্যে সদস্যদের ভোটে জিয়াউর রহমান জিয়া সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে প্রথম, শাহেদ জুয়েল ২১ ভোট পেয়ে দ্বিতীয় এবং জাহিদুর রহমান ১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আয়োজিত এ দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলিনুর রহমান খান সাজু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড.রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা ও মোজাফ্ফর হোসাইন জয়। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগীতা করেন সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন খান ,আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেফালী মিতু, সাবেক অর্থ সম্পাদক মনিরুজ্জামান কার্য্য নির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর আলম রাজু, । এছাড়া উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (নিপু), সিনিয়ার সদস্য অপু ওহাব,জাকির হোসেন ঢাকা উত্তর ডিবি ওসি এ এফ এম সায়েদ, সাভার থানার এস আই আল মামুন,এস আই অপূর্ব দাস ও এস আই জাকির হোসেনের নেতৃত্বে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। এ নির্বাচনকালে দিনভর সাভার ও পাশ্ববর্তী কয়েকটি উপজেলার সাংবাদিক ও বিশিষ্টজনরা সাভার প্রেসক্লাবে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন। তাদের মধ্যে সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গনি,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম,পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর,পৌর কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন,কেন্দ্রিয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিষ্টার সিহাব উদ্দিন খান, সাভার থানার ওসি মহসিনুল কাদির,ঢাকা জেলা (উত্তর) ডিবির ওসি এএফএম ছায়েদ,ঢাকা পল্লী বিদুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আক্তার উজ্জামান কুটি মোল্লা,বিশিষ্ট সমাজ সেবক চাষী সাইদুর রহমান,ব্যবসায়ী ছাইদুর রহমান ঘড়ি,সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন দাস রুনু,সাভার থানা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম,ধামরাই প্রেসক্লাবের সভাপতি বাবুল হোসেন,সাবেক সভাপতি আবু হাসান,সিঙ্গাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুম বাদশাসহ শতাধিক সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451