মীর ফারুক শার্শা যশোর প্রতিনিধি : যশোর শার্শা বেনাপোল কাঁচা বাজারে কলাপট্রি অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবা সহ আজগার আলী নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্্যাব-৬ এর সদস্যরা।
৩০ ই এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টার সময় বেনাপোল কাঁচা বাজার কলাপট্রি থেকে তাকে আটক করে।
আটককৃত আজগার আলী বেনাপোল পোর্ট থানা ভবের বেড় গ্রামের সাবের আলী’র ছেলে,
যশোর র্্যাব- ৬ কোম্পানী কমান্ডার মেজর জিয়া ইয়াবা সহ আজগার আলীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন,গোপন সংবাদে জানতে পারি আজগার দীর্ঘ দিন কলা ব্যবসার সাথে ইয়াবা বেচাকেনা করেন, সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল বাজার কলা পট্রি থেকে তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি কাপড়ে পুটুলি উদ্ধার করি,পুটুলি খুললে খুলে তার মধ্যে ৭০০ পিচ ইয়াবা পায়,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আগামী কাল যশোর কোর্টে প্রেরণ করা হবে।