রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায় রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে সামগ্রী ফল বা অন্য কোনো খাদ্য দ্রব্যে ভেজাল সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করে দেন মেয়র। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোরে আসন্ন রমজান উপলক্ষে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, কেমিক্যালমুক্ত ফল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সহনীয় মূল্যে বিক্রয়করণসহ রোজাদারদের সুবিধা সম্পর্কিত সামগ্রিক বিষয়ে মতবিনিময় সভায় এসব বলেন মেয়র।
মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খুচরা পর্যায়ে গতবারের তুলনায় এবছর কম দামে বিক্রি হচ্ছে। আসন্ন রমজানে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এই সহনীয় মূল্য ধরে রাখা যায় বা স্থিতিশীল থাকে তার জন্য ডিএসসিসি সর্বাত্মক চেষ্টা করবে। এবার গত বছরের তুলনায় নগরবাসীকে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার চেষ্টায় থাকবে ডিএসসিসি।
অতি মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে মেয়র বলেন, ফলমূলে ফরমালিন কোনোভাবেই সহ্য করা হবে না। ইফতার সামগ্রিতে ভেজাল বরদাস্ত করা হবে না। রমজানে রোজাদারদের স্বাচ্ছন্দ্যে চলাচলসহ সার্বিকভাবে সুচারুরূপে যেন রমজান শেষ করতে পারে। এই টিম প্রত্যেক রমজানে নিত্যপণ্যের মূল্যসহ সবকিছু মনিটরিং করবে। কোথাও যদি কোনো কিছুর ব্যতয় ঘটে তাহলে আমাদের ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।