মোঃ রাকিবুল ইসলাম ,গুরুদাসপুর) নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের গোলপাড়া গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী মোছাঃ পারভীন বেগম (৩০) শুক্রবার শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সবুজ আলী (৩৫) বিরুদ্ধে ।সবুজ মৃত ছলেমান আলীর ছেলে । স্থানীয়রা জানায় এর আগেও ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে স্বামী মোঃ সবুজ আলী । সবুজ আলী অনেক দিন ধরেই পাশের গ্রামের একটি মেয়ের সাথে পরকিয়ার সম্পর্কে আবদ্ধ ছিলো । এবং কিছুদিন আগে সেই মেয়েকে বিয়ে করার কথা ফাঁস হওয়ায় এই হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় মোঃ সবুজ আলী পালাতক রয়েছে । স্থানীয় প্রতিবেশিরা আরো বলেন,বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে নিয়ে ঘুমাতে যায় ।ছোট ছেলে সকাল ৬ টায় ঘরে প্রবেশ করলে তার মায়ের গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে সে চিৎকার করে এরপর প্রতিবেশীরা চিৎকারের আওয়াজ শুনে এসে গলায় শাড়ি পেঁচানো মরদেহ দেখে স্থানীয় গুরুদাসপুর থানা পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থল থেকে মোছাঃ পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে । এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্য মোঃ সেলিম রেজা বলেন ময়না তদন্তের পরেই সঠিক তথ্য পাওয়া যাবে । পারভীন বেগমের বাবা খাজা ব্যাপারী (৫৫) সবুজ আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন ।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক মোঃ সবুজ আলীকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে । এবং ঘটনার সত্যতা যাচাই করে আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।