জাহিদ হাসান (সরিষাবাড়ী জামালপুর:) প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, সাবেক উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, থানার ওসি বিল্লাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান খান, শিক্ষাবিদ সরকার আবুল হোসেন, সাংবাদিক ডাঃ জাকারিয়া জাহাঙ্গীর, আন্নু মিঞা প্রমুখ।