সবাইকে বিস্মিত করে এক আকস্মিক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইন।
শনিবার স্থানীয় সময় বিকেলে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত সীমান্তে করা এ বৈঠকটি তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
মুনের দফতর থেকে জানানো হয়, যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দুই নেতার মধ্যে এ বৈঠক হয়েছে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে দুই পক্ষের চেষ্টার মধ্যে কোরিয়ার নেতারা এ বৈঠকে মিলিত হলেন।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন।
অবশ্য বৈঠকটি পরে হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে সামনে দুই কোরীয় নেতার মধ্যে মত বিনিময় হয়েছে জানিয়ে মুনের দফতর থেকে বলা হয়েছে, রোববার সকালে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন।