গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চকআতিথা উ”চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন সমাজ কর্মীদের নিয়ে বাল্যবিয়ে বিরোধী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে চকআতিথা উ”চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ইউনিয়ন সমাজের উদ্যোগে এ সময় চকআতিথা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, ইউনিয়ন সমাজ এর সভাপ্রধান সাহারা বেগম, পরামর্শদাতা বর্ষাইল ইউনিয়নের সচিব রুস্তম আলী, চকআতিথা উ”চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান, চকআতিথা উ”চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোতাহার হোসেন, গোলাম মোস্তফাসহ প্রায় দুই শতাধিক লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।#