অনলাইন ডেস্কঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর সংগ্রাম ভারত ও পাকিস্তানকে সরাসরি স্বাধীনতা দিয়েছে। উনি স্বাধীনতার যে দীপকে উদ্বীপিত করেছিলেন, তা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আলো দেখিয়েছিল।
শনিবার বিকেলে ভারতের কলকাতায় নেতাজী ভবন পরিদর্শনকালে একথা বলেন তিনি।
সুভাষ চন্দ্র বসু না থাকলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আদৌ স্বাধীনতা পেতো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা। এদিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে।
ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে কলকাতা আসেন শেখ হাসিনা। বিকেল ৫টার দিকে কলকাতার রেসকোর্স থেকে তিনি সরাসরি চলে আসেন নেতাজির বাড়িতে। সেখানে তিনি নেতাজীর শয়নকক্ষ, কার্যালয় ও বৈঠকখানা ঘুরে দেখেন।
রবীন্দ্রনাথের স্বকণ্ঠে গাওয়া গানের রেকর্ডও শোনেন শেখ হাসিনা। এরপর শরৎ বসু পেক্ষাগৃহে নেতাজী রিসার্চ ব্যুরোর সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে তার হাতে তুলে দেওয়া হয় নেতাজীর হস্তাক্ষরের অনুকরণে সিল্কের ওপর সোনালি রঙে লেখা ‘আমার সোনার বাংলা’, ১৯৭২ সালে নেতাজী সম্পর্কে বলা বঙ্গবন্ধুর কণ্ঠের অডিও ক্লিপ এবং কৃষ্ণা বসু ও সুগত বসুর লেখা বেশ কয়েকটি বই। পরে নেতাজী রিসার্চ ব্যুরোর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন শেখ হাসিনা।
ছবি: ফোকাস বাংলা