শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
শ্রীপুরে সরকারী প্রায় কোটির টাকার মূলে জমি দখলের
চেষ্টা গজারী গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত
শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধা পর্যন্ত ২দিন ধরে উপজেলার
গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে জেলা পরিষদের প্রায়
৩ বিঘা কালেক্টরী খাস জমি থেকে গজারী গাছ কর্তন করে
জমি দখলের উৎসব চলছে স্থানীয় প্রভাবশারীরা।
ঐ গ্রামের এলাকাবাসীর পক্ষে হোসেন আলীর পুত্র হাসেম
আলী বাদী হয়ে ২৭ মে সকালে উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) কাছে সরকারী জমি ও গাছ রক্ষার জন্য লিখিত
অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, নয়াপাড়া গ্রামের মৃত
জহুর উদ্দিনের পুত্র আকরাম হোসেন, মৃত আ: রশিদের পুত্র মো:
জাহিদুল, আ: আজিজ মাষ্টারের পুত্র মনজু মিয়া, মৃত
হাজ্বী ছলিম উদ্দিন পুত্র শামসুর আলম ও মৃত মফিজ উদ্দিনের
পুত্র বাসেত সহ অজ্ঞাত নামা লোকজন কুড়াল ও করাত নিয়ে
সরকারী জায়গা দখলের উদ্দেশ্যে সরকারী বনের গজারী গাছ
কর্তন করে জমি দখলের চেষ্টা করছেন।
স্থানীয় হাসেম আলী বাদী হয়ে সরকারী জমি ও গজারী গাছ
ধ্বংশের ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট
প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।