পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচন করতে পারেন। তিনি নির্বাচন করলে আপনারা তাকে ভোট দেবেন। সাকিবও (সাকিব আল হাসান) নির্বাচন করতে পারেন।
মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্প একনেকে পাশ হয়। এ প্রকল্পের বিষয়ে জানাতে গিয়ে নির্বাচনে মাশরাফি ও সাকিবের প্রার্থী হওয়ার প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, ‘তিনি (মাশরাফি) ভালো মানুষ। নিজস্ব সিদ্ধান্তে চলেন। তিনি যে কোনো দল থেকে নির্বাচন করতে পারেন। বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।’
মুস্তফা কামাল বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক। বিপিএলে মাশরাফি কুমিল্লা দলে খেলেন।
রসিকতা করে মুস্তফা কামাল বলেন, ‘আমার দলে খেলে মাশরাফি প্রথম বছর আমাকে চ্যাম্পিয়ন করেছে, পরের বছর লাড্ডু দিয়েছে।’
‘মাশরাফি ওই সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ফলে আমার কথা তেমন শুনতেন না’- বলেন পরিকল্পনামন্ত্রী।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে তিনি এ বছর নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেন, ‘আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।’
দীর্ঘদিন ধরে নিজ এলাকা নড়াইলে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন মাশরাফি। বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গত বছর তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফি ও সাকিবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স/ক