ঝালকাঠি সংবাদদাতাঃ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঝালকাঠির চার উপজেলায় আধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শনিবার (১৩ আগষ্ট) গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১ টার সময় এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়ামে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টরে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। এ সময় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ মুহাম্মদ ফয়েজুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
এছাড়াও একই সময় ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টরে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের খবর পাওয়া গেছে।