মীর ফারুক শার্শা যশোর প্রতিনিধিঃ
যশোরে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঘটনায় ৫ জন নিহত ও ৭ জন আহত খবর পাওয়া গেছে,বিভিন্ন সুত্রে জানা যায় যশোর সদর রায়পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্য কথিত গোলাগুলিতে মানিক ও আসর আলী নামে ২ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ,শার্শা উপজেলায় ত্রিমোহনী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন ও জিয়াউর রহমান নামে ২ জন নিহত হয়েছে,সড়ক দুর্ঘটনায় আহত আরো ৭ জন,অন্যদিকে যশোর-মাগুড়া মহাসড়কে নোঙ্গরপুর নামক স্থানে গণপিটুনীতে বুলি মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছে বলে জানা যায়,
৩০ ই মে মঙ্গলবার ভোর থেকে সকাল ৬ টার মধ্য যশোরে জেলায় পৃথক তিনটি স্থানে এই দুর্ঘটনায় গুলো সংঘটিত হয়,
পুলিশ সুত্রে জানা যায় মঙ্লবার ভোর রাতে যশোর রায়পাড়া এলাকায় দুইগ্রুপ মাদক ব্যবসায়ীদের মাঝে গোলাগুলিতে রায়পাড়া এলাকায় মানিক ও মন্ডলগাতি এলাকায় আসর আলী নিহত হয়েছে,ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল, ৫ গুলির খোসা ২ রাউন্ড গুলি, ৬০০ পিচ ইয়ারা উদ্ধার করেছে।
অন্যদিকে মঙ্লবার ভোরে শার্শা নাভারন বাজার ত্রিমোহনী নামক স্থানে পরিবহন আম ভর্তি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে জাহিদ ও জিয়াউর নামে ২ জান নিহত ও ৭ জন আহত হয়েছে,
নিহত জাহিদ হোসেন বাড়ি জগনন্দকাঠি গ্রামে ফারুক হোসেন ছেলে,জিয়াউর রহমানে বাড়ি কুমরি গ্রামে নুর আলীর ছেলে বলে জানা যায়,
আহতরা হলো ঝিকরগাছা থানা কুমরী গ্রামের ০১, আবুল হোসেন এর ছেলে তাজ উদ্দিন,০২,মনিরুল ইসলামের ছেলে শাওন হোসেন,০৩,ফারুক হোসেন এর ছেলে জাহিদ ০৪,জাকের আলীর ছেলে কামাল হোসেন ০৫, জানালী মিয়ার ছেলে আয়ুব হোসেন ০৬, ইসমাইল হোসেন এর ছেলে আবু বক্কর সিদ্দিক ০৭,ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসমাইল হোসেন,
আহতরা বুরুজ বাগান সরকারী হাসপাতালে চিকিংসাধীন আছে,
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি পলিটন মিয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,এবং মামলার প্রস্তুতি চলছে,ঘাতক বাসটি আটক করতে পারি নাই,
মঙ্গলবার ভোরে যশোর- মাগুড়া মহাসড়কে বুলি নামে এক ডাকাত নিহত হয়েছে,পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে, গণপিটুনীতে নিহত বুলি মিয়া সদর থানা হাশিমপুর গ্রামের বাসিন্দার
সদর থানা ওসি আজমত হুদা গণপিটুনীতে ও বন্দুকযুদ্ধে নিহত হওয়া ঘটনা নিশ্চিত করে বলেন,যশোর রায়পাড়া এলাকায় ভোর রাতে দুইদল মাদক ব্যবসায়ীদের মাঝে গোলাগুলি মানিক আসর আলী নিহত হয়েছে,তাদের বিরুদ্ধে মাদকে অনেক গুলো মামলা ছিলো।তিনি আরো বলেন যশোর মাগুড়া মহাসড়কে ডাকাতি করতে গিয়ে ভোরে গণপিটুনীতে বুলি নামে এক ডাকাত নিহত হয়েছে, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে,এবং ঘটনাদুটি তদন্ত সাপেক্ষে মামলা করা হবে,