নিহত দুই জনে মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে বেনাপোল ভবেরবেড় গ্রামের শাহজান এর ছেলে লিটন,অন্য জনের পরিচয় জানা যায়নি,
৩১ ই মে বুধবার ভোরে বেনাপোল বড় আচড়া সিমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানা (ওসি) অপুর্ব হাসান বলেন ভোর রাতে খবর পাই বড় আচড়া সিমান্তে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীদের মধ্য গোলাগুলি চলছে,খবর পেয়ে সেখানে গিয়ে দুই জন কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে, যশোর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,কর্তব্যরত চিকিংসকরা তাদের মৃত্য ঘোষণা করে,লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,
সিমান্তে প্রতিপক্ষে গোলাগুলিতে নিহত হওয়া বেনাপোল থানায় ২ টি মামলা ৭০ ও ৭১ রুজু হয়েছে,