মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে (৩০ মে) বুধবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের বিত্তিতে পুলিশ ও ডাকাতদের বন্দুক যুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এস আই আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানাযায়, একদল ডাকাত পাবই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দু’টি টিম বুধবার রাত সোয়া ২ টার দিকে সেখানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসলাম আলী নামক এক ডাকাত সর্দার নিহত ও আহত হয়েছেন পুলিশের এস আই ইয়াছিন।
নিহত ডাকাত সর্দারের বাড়ি পার্শবর্তী কমলগঞ্জ উপজেলার কুমরাকাপন এলাকায়। ঘটনাস্থল থেকে একটি এলজিগান, ৬টি রাম দা ও ৮ টি কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত ইসলাম আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ১৪টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার (এসআই) নাজমুল সাংবাদিক মোঃ আব্দুর রহিমকে জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাত দল, এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসলাম আলী নামে ডাকাত সর্দার নিহত ও আহত হয়েছেন পুলিশের এস আই ইয়াছিন।