মীর ফারুক যশোর (শার্শা) প্রতিনিধি : দীর্ঘ এক যুগের বেশী দিনের প্রতিক্ষার অবসান ঘটলো যশোর জেলা যুবদলের,সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষনা হলো জেলা যুবদলের নতুন কমিটি,এম তমাল আহম্মদ কে সভাপতি ও আনসারুল হক রানাকে সাধারন সম্পাদক করে, ৫ সদস্য বিশিষ্ট যশোর জেলা যুবদলের কমিটি অনুমোদর দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
০১ ই জুন শুত্রুবার রাত সাড়ে ৯ টায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ সাধারন সম্পাদক সালাহ উদ্দিন টুকু স্বাক্ষরিত যশোর জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে বলে জানা যায়।
অনুমোদিত কমিটির সদস্যরা হলো ০১,সভাপতি এম তমাল আহম্মদ ০২, সিনিঃ সহ সভাপতি বদিউজ্জামান ধনি ০৩,সাধারন সম্পাদক আনসারুল হক রানা ০৪,যুগ্ন সম্পাদক-১ নাজমুল হোসেন বাবুল ০৫,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু
দীর্ঘদিন পর যুবদলের কমিটি হওয়া নতুন কমিটির নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে দলের নেতাকর্মিরা