বাংলার প্রতিদিন ;
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টিনবোঝাই ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ রবিবার সকালে সলঙ্গার দাদপুরে এ দুর্ঘটনা ঘটে।
সলঙ্গা থানা ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী টিনবোঝাই একটি ট্রাক সলঙ্গার দাদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় টিনবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপর থাকা ছয় শ্রমিক টিনের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সাভিসের কর্মীরা উদ্ধারে নেমে তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে ট্রিনের নিচে চাপা পড়ে থাকা অপর তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনাকবলিত দুই যানবাহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।