অনলাইন ডেস্কঃ ঈদযাত্রায় আগামী ১২ জুনের আগাম টিকেট নিতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষায় আছেন হাজার হাজার প্রত্যাশী। এদের মধ্যে অনেকে কাঙ্ক্ষিত টিকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও, বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম শ্রেণির টিকেট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। গতবারের মতো এবছরও একজনের কাছে বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ৪টি টিকেট।
শত ব্যস্ততা ও ক্লান্তি উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত ঈদযাত্রার টিকেটের অপেক্ষায় হাজার হাজার মানুষ। সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে আগাম টিকেট বিক্রি শুরু হলেও অনেকে একদিন আগে থেকেই আসেন টিকেট সংগ্রহ করতে। তাইতো কাঙ্ক্ষিত টিকেট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা।
তবে, বিক্রি শুরু হতে না হতেই কেবিন ও এসিসহ প্রথম শ্রেণির টিকেট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকে।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া টিকেট বিক্রি চলবে বিকাল ৫টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে আগামী ১২ জুনের অগ্রিম টিকেট। সোমবার, ১৩ জুন, মঙ্গলবার, ১৪ জুন ও সবশেষ ১৫ জুনের টিকেট দেয়া হবে বুধবার। আর ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।