স্পোর্ট ডেস্ক ঃ
গতকাল শনিবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলন পর্বের পুরোটা শেষ না করেই মাঠ ছেড়েছিলেন নেইমার ডি সিলভা। এ কারণেই আজ রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলিয়ান তারকার খেলা নিয়ে ছিল সংশয়। তবে কোচ তিতে জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন নেইমার।
রাশিয়া বিশ্বকাপের আগে আজ রাতে গা-গরমের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ইংলিশ ক্লাব লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
প্রস্তুতি ম্যাচে এই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ডকে না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েই স্বভাবতই ভক্তরা ছিলেন হতাশ। অবশ্য স্বয়ং তিতেই এবার জানালেন, ক্রোয়েশিয়ার বিপক্ষেই ফিরছেন নেইমার। প্রথমার্ধে না থাকলেও দ্বিতীয়ার্ধেই অ্যানফিল্ডের মাঠে দৌড়াতে দেখা যাবে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবল তারকাকে।
নেইমারের প্রসঙ্গে ব্রাজিলিয়ান কোচ বলেছেন, ‘নেইমার মাঠের বাইরেই থাকবে প্রথমার্ধে। সে মাত্র চোট থেকে ফিরেছে এবং সেরে উঠছে। এ কারণেই দ্বিতীয়ার্ধে নামানো হবে তাঁকে। ম্যাচটা আমাদের পুরো দলের জন্য নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ। নেইমার অবশ্যই খেলবে।’
গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে নেইমার পড়েছিলেন চোটে। পায়ের পাতার হাড় ভেঙে যেতে হয়েছিল অস্ত্রোপচারের টেবিলে। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে প্রস্তুত হয়ে উঠছেন বিশ্বকাপ মাতানোর জন্য।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের, ১৭ জুন হবে ম্যাচটি। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।