মোঃ ফরহাদ হোসেন,ষ্টাফ রির্পোটার।
বাংলাদেশের অন্যান্য স্থানের মত ঢাকার আশুলিয়ায় ও জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলে বিপনি বিতান গুলোতে।আশুলিয়া মূলত একটি বিশাল শিল্পাঞ্চল।
এবার শিল্পাঞ্চলে বেতন-বোনাস সময়মত দেওয়ার ফলে মূলত ভিড় বেড়েছে মার্কেটগুলোতে পোশাক শ্রমিকদের। সাধারণ ক্রেতারা এ মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছে তাদের পছন্দের পোশাকটি কেনার জন্য। আশুলিয়ার বলিভদ্র বাজার,রপ্তানী গেইট, পল্লীবিদ্যূৎ,নবীনগর ও জামগড়ার বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
এবার মার্কেটগুলোতে দেশী পোশাকের পাশাপাশি ভিনদেশী বিভিন্ন দেশের পোশাক,বিশেষ করে ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের সাথে মিলরেখে নামকরণ করা পোশাকগুলোর চাহিদা রয়েছে বেশী মার্কেটগুলোতে।
বেচাবিক্রিতে ক্রেতা ও বিক্রেতারা উভয়েই খুশী।আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কপাহারা ছিল চোখে পড়ার মত।অজ্ঞান ও মলম পার্টির হাত থেকে মুক্তথাকার জন্য বিভিন্ন লিফলেট বিতরণ করা হয় মার্কেটগুলোর পক্ষ থেকে।