অনলাইন ডেস্কঃ-
কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজি না হওয়ায় আজও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।
তিনি বলেন: আমরা খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যেতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। তিনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে রাজি নন। তাই আজ তাকে হাসপাতালে নেয়া হচ্ছে না।
সেক্ষেত্রে আগামীকাল সরকারি ছুটি ঈদের আগে আর তাকে হাসপাতালে নেয়ার সম্ভাবনা আছে কিনা এমন এক প্রশ্নে কারা মহারিদর্শক বলেন: এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।
ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া যেতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন: কারাবিধি অনুযায়ী আমরা সর্বোচ্চ বঙ্গবন্ধু মেডিকেলেই নিয়ে যেতে পারি। এর বাইরে হলে ওনারা যদি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেন, তাহলে তা তারা ভেবে দেখতে পারেন।
মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে শাহবাগস্থ বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি হিসেবে বকশিবাজার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও।