অনলাইন ডেস্কঃ-
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। ঘরমুখো মানুষের স্রোত এখন বাস এবং রেল স্টেশনে।
ঈদ উপলক্ষে বুধবার থেকেই শুরু হয়েছে রেলের বিশেষ সার্ভিস। আজও রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল। ট্রেন ছাড়ছে শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে।
অন্যদিকে খুব সকাল থেকে নিজ নিজ গন্তব্যের বাসের জন্য রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য মানুষ। সময়মত ট্রেন ছেড়ে গেলেও দূরপাল্লার বাস ছাড়ছে নির্ধারিত সময়ের পর।
এত কষ্টের পরও গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন রাজধানীবাসীর কাছে সবচেয়ে বড় পাওয়া।