জয়পুরহাট সদরে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল ১৩
জুন (২৭ রমজান) বুধবারে জয়পুরহাটের রেলওয়ের পথশিশুদের নিয়ে সকাল ১১টায়
্য়ঁড়ঃ;মেহেদীর রঙ্গে রাঙ্গাবো হাত, পথশিশুরাও যাবে না বাদ্য়ঁড়ঃ;-এই প্রতিপাদ্যকে
সামনে রেখে ফেম্যাল ইন বাংলাদেশ্#৩৯;র পথশিশু মেহেদী উৎসব প্রকল্প আয়োজন
করে পথশিশু মেহেদী উৎসব। পথশিশুর হাত মেহেদী রঙ্গে রাঙ্গায় এক দল তরুন
প্রজন্ম। ফেম্যাল ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রওশন আরা নির্বাচনী
বলেন, ্য়ঁড়ঃ;পথশিশুমুক্ত দেশ গড়তে পারলেই, সুখি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।্য়ঁড়ঃ; উক্ত
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড
সার্ভিসের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ রহমান। তিনি বলেন, বাংলাদেশে
নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন করে যাচ্ছে। যা সমাজে দৃশ্যমান হয়ে
আছে। উক্ত অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন বিবিএস ডিজিটাল
ভলান্টিয়ার্স। পথশিশু মেহেদী উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল
সরকারী ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজের প্রভাষক ও তরুণ উদীয়মান
গীতিকার তানজির আহমেদ সাকিব, একটি বাড়ী একটি খামার প্রকল্পের
কালাই উপজেলার ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম টিটু, ফেম্যাল ইন বাংলাদেশের
সদস্য রাজিয়া সুলতানা, নাজিয়াত সুলতানা, আনার কলি, সুরমা আক্তার,
মীম ও সাথী কর্মকার প্রমুখ।