অনলাইন ডেস্কঃ- ঈদের আগের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৪ জুন)। আর তাই শেষ দিনের কাজ করে বাড়ি ফেরার আনন্দ নিয়ে নগর ছাড়ছেন রাজধানীবাসী। আগের বছরগুলোর তুলনায় ভোগান্তি তুলনামূলক কম ঢাকা ছাড়ার প্রতিটি গন্তব্যে। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই নানা গন্তব্যে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। আর যথাসময়েই দক্ষিণবঙ্গের উদ্দেশে সদরঘাট ছেড়েছে অধিকাংশ লঞ্চ। সেই সঙ্গে যানজট আর তেমন ভিড় না থাকায় বিভিন্ন রুটের বাসে নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন নগরবাসী।
অগ্রিম টিকেট সংগ্রহ, কেনাকাটা আর শত ব্যস্ততা চুকিয়ে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল আর লঞ্চঘাটে এখন চলছে ঘরমুখো মানুষের ব্যস্ততা। আর তাই প্রিয়জনের সান্নিধ্য পেতে শত বাঁধা পেরিয়ে আপন আলয়ে ফিরছেন নগরবাসী।
কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন যাত্রী চাপ না থাকলেও বিমানবন্দর স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায় অনেক যাত্রীকে। তবে, শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনে বেশ স্বস্তিতেই বাড়ি ফিরছেন নগরবাসী।
যথাযথ ব্যবস্থা নেয়ায় অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান কর্তৃপক্ষ।
স্টেশন ম্যানেজার বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রী কোনো ঝামেলা নেই। এছাড়া ঈদযাত্রায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবার।’
এদিকে, যানজট আর টিকেট পর্যাপ্ত থাকায় গাবতলীসহ রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনাল থেকে বেশ স্বস্তি নিয়েই বাড়ি ফিরতে দেখা গেছে সড়ক পথের যাত্রীদের।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। ভোরের দিকের কিছু লঞ্চ দেরিতে আসলেও যথাসময়ে ঘাটে ভিড়ছে লঞ্চগুলো এবং ছাড়া আসন পূর্ণ হলেই সদরঘাট গন্তব্যে রওনা হচ্ছে লঞ্চগুলো।
এদিকে, লঞ্চগুলোতে যেনও অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, ‘আমরা সকাল থেকেই অভিযান চলমান রেখেছি। এছাড়া ধারণ ক্ষমতার থেকে বেশি লোক আমরা নিতে দিচ্ছি না।’
এবারের ঈদযাত্রা সবার জন্য আনন্দদায়ক ও নির্বিঘ্ন হবে এমটাই প্রত্যাশা সবার।