বাংলার প্রতিদিনঃ
অন্যবারের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৪ জুন) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এখনো পর্যন্ত কোনো মহাসড়কই যানজট নেই বলেও জানান মন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা চট্টগ্রাম রাস্তা পুরোপুরি যানজট মুক্ত। ঘরমুখী যাত্রীদের জন্যে ভালো সংবাদ এবার রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। অতি-বর্ষণের কারণে কোথাও কোথাও ধীরগতির হলেও গাড়ি কোথাও থেমে থাকছে না। বঙ্গবন্ধু সেতুর ওপারে একটু সময় হয়েছিল সকালে। একটা গাড়ি বিকল হয়ে যাওয়ায় সেখানে কিছুক্ষণ যানজট ছিল। এখন আর যানজট নেই। পুরো রাস্তা উত্তরবঙ্গ পর্যন্ত যানজট বিহীন। আমি আশা করি ফেরার সময়েও মানুষ ভালো ভাবেই ফিরতে পারবে।’