মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উ”চ বিদ্যালয় ও কলেজ ও ওয়ালিয়া উ”চ বিদ্যালয়ের উদ্বোগে বিদ্যালয় থেকে শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক দক্ষিণ করে বিদ্যালয়ে এসে র্যালী শেষ হয় । র্যলীতে উপ¯ি’ত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার ,ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য হুমায়ন কবির হুমা ,ওয়ালিয়া ইউনিয়ন সে”ছাছেবক লীগের ভাইসপ্রেসিডেন্ট শরিফ আহম্মেদ ,ওয়ালিয়া হাকিমুন্নে”ছা বালিকা উ”চ বিদ্যালয় ও কলেজের ভারপাপ্ত অধ্যাক্ষ ইদ্রিস আলী , ওয়ালিয়া উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা মন্ডলীও হাজারো ছাত্র-ছাত্রী উপ¯ি’ত ছিলেন । এসময় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকামন্ডলী কালোব্যাচ ধারন, বঙ্গবন্ধুর জীবনীর উপরে আলোকপাত এবং বিশেষ মোতাযাত শেষে তাবারোক বিতরণ করা হয় । এছাড়াও জাতীয় পতাকা ও কালতাকা উত্তলন করা হয় এবং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের উদ্বোগ্যে সড়কের দুইপাশে কালোপতাকায় সাজানো হয়।