অনলাইন ডেস্ক ঃ
ঈদের আমেজ এখনো কাটেনি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে ট্রাফিক আইন ভাঙছেন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে।
অভিযানকালে ৩৯২ টি মামলায় ও ২,৪৭,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়।
১৭ জুন, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
সুত্র, ডিএমপি নিউজ