অনলাইন ডেস্কঃ-
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিতরন শুরু করেছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম চলছে। শুরুতেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
আগামী ৩০ জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। সর্বশেষ নির্বাচনে এ তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে গিয়েছিল। এবার প্রথমবারের মতো ওই তিন নগরীতে নির্বাচন হবে দলীয় মনোনয়নে।