স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে রোনালদোকে থামানো হয়তো দুষ্কর হয়ে উঠছে! স্পেনের বিপক্ষে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে শেষ সময়ে সমতা এনে দেন এই ‘পর্তুগিজ যুবরাজ’ রোনালদো। এরপর বুধবারের প্রথম ম্যাচে মস্কোয় মরক্কোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের শুরুতেই হেড থেকে দুর্দান্ত এক গোল করেন সিআরসেভেন। তার গোলে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সান্তোষের শীষ্যরা।
ম্যাচের ৪ মিনিটের মাথায় কর্ণার পায় পর্তুগাল। বক্সের মাঝামাঝি শট নেন পর্তুগিজ মিডফিল্ডার মোতিনহো। তার কর্ণার থেকে জোরালো হেড করেন রোনালদো। দলকে এনে দেন ১-০ গোলের লিড। এই গোল করে রাশিয়া বিশ্বকাপ নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৪ গোল করে ফেলেছেন রোনালাদো। অথচ এর আগে তিন বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে তার গোল ছিল মাত্র ৩টি।
এরপর ৮ মিনিটের মাথায় নিজের নামের পাশে জোড়া গোল খেলার সুযোগ তৈরি হয় রোনালদোর সামনে। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা সুযোগটি নিতে পারেননি। মরক্কোর ডিফেন্সে আটকে যান রোনালদো। ১১ মিনিটের মাথায় আক্রমণ ফেরত দেয় মরক্কো। পর্তুগালে জন্ম নেওয়া মরক্কোর ফুটবলার ভালো একটি আক্রমণ করেন। কিন্তু গোল শোধ করতে পারেননি তিনি। ১৯ মিনিটে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে আবার ভয় দেখায় মরক্কো। কিন্তু সেটাও গোল দিতে পারেনি তারা।
ম্যাচের ২৭ মিনিটে মরক্কো পেনাল্টির আবেদন জানায়। কিন্তু রেফারি তা নাকোচ করে দেয়। ৪০ মিনিটে পর্তুগাল ব্যবধান দ্বিগুন করার সবচেয়ে বড় সুযোগটা পায়। রোনালদো দারুণ এক বল ভলি করে দেন গুইডেসকে। তিনি শটও নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষকে একা পেয়েও গোলবারে দাঁড়ানো মোহাম্মাদির সোজাসুজি মারেন তিনি। যোগ করা সময়ে মরক্কো একটি ফ্রি কিক পায়। তা থেকে গোলের সুযোগও তৈরি করে তারা। কিন্তু গোল করতে না পারায় বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মরক্কো।