বেনাপোল প্রতিনিধি -: “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগান নিয়ে আজ
রোববার সকালে যশোরের শার্শা উপজেলা অডিটরিয়াম
মিলনায়তনে মাদক ও সন্ত্রাস বিরোধী জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পুলিশের এ্যাডিশনাল আই
জিপি (অব:) বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মাবুদ , পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, যশোরের পুলিশ সুপার মো: আনিসুর
রহমান বিপিএম, পিপিএম ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল
আলশ লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা থানার ওসি এম মশিউর রহমান।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ধসঢ়;ফর হোসেন, ইউপি
চেয়ারম্যান আয়নাল হোসেন, চেয়ারম্যান বাপ্পী, সাবেক উপজেলা
চেয়ারম্যান আ: মান্নান মিন্নু,
সভায় সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গনআন্দোলন
গড়ে তোলার আহবান জানানো হয়।