নাটোর প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাছ বোঝাই এক মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে
মহাসড়কের পাশে অবস্থিত গাছের সঙ্গে ধাক্কা লঅগে এতে ট্রাকে থাকা নিজাম উদ্দিন
নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নিজাম গুরুদাসপুর উপজেলার মহারাজপুর
গ্রামের সোলায়মান আলীর ছেলে।
আজ রোবিবার (২৪জুন) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের
গুণাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার
ভোরে নিজাম উদ্দিন একটি মিনি ট্রাকে মাছ নিয়ে রাজাপুর আড়তে বিক্রি করতে
যাচ্ছিলেন। ট্রাকটি গুণাইহাটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে
ধাক্কা লাগলে ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী নিজাম উদ্দিন ছিটকে রাস্তায় পড়ে যান। পরে
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।