চাটখিল প্রতিনিধি : চাটখিলে নিখোঁজের ৭দিন পর বাড়ির পাশের ডোবা থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো: রাসেদ আলম(৯)এর হাত বাধা ও গলায় ফাসঁ দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ।উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামে গনেশপুর বাড়ির মো: নুর আলমের ছেলে মো:রাসেদ আলম।
স্থানীয়রা জানান,গত ০৯/০৮/২০১৬ইং তারিখে মো:রাসেদ আলম পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোজ হয়।পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোজ করে না পেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন।
এদিকে আজ সকালে আনুমানিক ৯টার সময় রাসেদ আলমের বড় ভাই ও তার বন্ধুরা ডোবার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় লাশ ভেসে থাকতে দেখেন,পরে তাদের চিৎকারে চারপাশের লোকজন এসে জড়ো হন এবং চাটখিল থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে তার বাবা গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলার অবস্থা না থাকায় মো:রাসেদ আলমের ফুফাতো ভাই মো: জাকের হোসেন জানান, আমার মামাতো ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।পুলিশ হাত বাধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় রশিসহ লাশ উদ্ধার করেছেন।
বিষয়টি নিয়ে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে দ্রুত অপরাধীদের খুজে বের করে এমন জঘন্যতম হত্যার বিচারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ওসি(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো:নাছিম উদ্দিন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।রিপোর্ট করা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।ল